মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটিতে কমপক্ষে ১৪টি আফটারশক আঘাত হেনেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপের ওয়েবসাইটে প্রকাশিত একটি ইন্টারেক্টিভ ম্যাপ থেকে এ তথ্য পাওয়া গেছে।
এতে দেখা গেছে, স্থানীয় সময় বেলা ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্র মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় ১৭ দশমিক ২ কিলোমিটার দূরে। শক্তিশালী এই ভূমিকম্পের পর থেকে দেশটিতে কমপক্ষে ১৪টি আফটারশক আঘাত হেনেছে।
এসব আফটারশক ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টার মধ্যে আঘাত হানে, যার মাত্রা ছিল ৩ থেকে ৫। সবচেয়ে শক্তিশালী ছিল ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, যা বড় ভূমিকম্পের প্রায় ১০ মিনিট পরে আঘাত হানে।
এর মধ্যে দুটি ৪ দশমিক ৯ এবং ৬ দশমিক ৭ মাত্রার আফটারশক মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ২০ মাইল দূরে ঘটেছিল, যেখানে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যগুলো প্রধান ভূমিকম্পের উত্তর এবং দক্ষিণে আঘাত হানে।
উল্লেখ্য, শক্তি এই ভূমিকম্পে রিপোর্ট লেখা পর্যন্ত মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ৭৩০ জন।
থাইল্যান্ডে রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৬ জন। এছাড়া আরও কমপক্ষে ১০১ জন নিখোঁজ রয়েছে। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/একেএ