শক্তিশালী জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার ও থাইল্যান্ড। এতে রিপোর্ট লেখা পর্যন্ত মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ৭৩০ জন।
থাইল্যান্ডে রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৬ জন। এছাড়া আরও কমপক্ষে ১০১ জন নিখোঁজ রয়েছে।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২ টা ৫০ মিনিটে মিয়ানমারের সাগাইং শহরের ১৬ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৭ দশমিক ৭। কিছুক্ষণ পর ৬ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, ইউএসজিএস আশঙ্কা করে বলেছে, মিয়ানমারের ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে।
ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির ইঙ্গিত দিয়ে ইউএসজিএস লাল সতর্কতা জারি করেছে। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/একেএ