ইসরায়েল প্রথমবারের মতো লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে। শুক্রবার দাহিয়া এলাকায় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা অনেক দূর থেকেও বিস্ফোরণের শব্দ শুনতে পান। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী একটি ভবনকে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করে। বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেয় এবং পরে ড্রোনের মাধ্যমে সতর্কতামূলক হামলা চালায়।
ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তাদের লক্ষ্যবস্তু ছিল একটি ট্রাক এবং হিজবুল্লাহর ড্রোন সংরক্ষণাগার, যা ‘ইউনিট ১২৭’ নামে পরিচিত।
এর আগে, লেবানন থেকে দুটি রকেট নিক্ষেপের ঘটনা ঘটে, যার মধ্যে একটি ইসরায়েল ভূপাতিত করে এবং অন্যটি লেবাননের ভেতরেই পড়ে যায়। তবে কেউ এই রকেট হামলার দায় স্বীকার করেনি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমাদের জনগণের ওপর হামলা সহ্য করা হবে না। আমরা উত্তর সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেব।
হামলার পর লেবানন দক্ষিণাঞ্চলের স্কুলগুলো বন্ধ ঘোষণা করেছে। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম যুদ্ধবিরতি রক্ষার আহ্বান জানিয়ে বলেছেন, দেশের নিরাপত্তার প্রশ্নে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেবল রাষ্ট্রের, কোনো গোষ্ঠীর নয়।
হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার শঙ্কা রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল