বলিউড ভাইজান সালমান খান, যিনি ‘ওয়ান্টেড’ সিনেমার মাধ্যমে বলিউডকে উজ্জীবিত করেছিলেন। তারপর ‘দাবাং’ কিংবা ‘কিক’—সব ছবিই ছিল ব্লকবাস্টার। কিন্তু সেই সালমান খানেরই অনেক বছর ধরে কোনো ক্লিন হিট সিনেমা নেই। যেখানে ভিকি কৌশল কিংবা কার্তিক আরিয়ান-এর মতো নবাগতরা পরপর হিট সিনেমা দিচ্ছেন, সেখানে সালমানের শেষ ক্লিন হিট ‘ভারত’।
ভক্তরা বহুদিন ধরেই অপেক্ষা করছেন, কিন্তু ভাইজানের সর্বশেষ সিনেমা ‘টাইগার ৩’ কিংবা ‘কিসি কা ভাই কিসি কা জান’ বক্স অফিসে সাফল্য পায়নি।
আসছে ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের অ্যাকশন সিনেমা ‘সিকান্দার’। আগামী ৩০ মার্চ ভারতের প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি। তবে মুক্তির আগেই যেন দাপট দেখিয়ে দিলেন সালমান! ইতোমধ্যে বিপুল সংখ্যক অগ্রিম টিকিট বুকিং সম্পন্ন হয়েছে। বলিউডের বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, এই সিনেমার মাধ্যমেই কামব্যাক করতে পারেন সালমান খান।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ৯.৩০ কোটি রুপির অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে ‘সিকান্দার’-এর। খুব দ্রুতই এটি ১০ কোটির ঘরে পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে।
গত বুধবার থেকে অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে। সিনেপ্রেমীদের নজরও এখন বক্স অফিসের দিকে। হিসাব অনুযায়ী, ২ডি শোর বিক্রি ৩.৯৫ কোটি রুপি এবং আইম্যাক্স শোয়ের বিক্রি প্রায় ৩.৯৮ কোটি রুপি। তবে মহারাষ্ট্র ও দিল্লিতে ‘সিকান্দার’ সবচেয়ে বেশি ব্যবসা করতে পারে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ছবিটি কতটা ব্যবসা করবে, তা অনেকাংশে নির্ভর করছে টিকিটের দামের ওপর। বড় শহরগুলোতে টিকিটের দাম তুলনামূলক বেশি। কিছু জায়গায় টিকিটের দাম ২,০০০ রুপিতে পৌঁছেছে, কোথাও তা ১,৯০০ রুপি। সিঙ্গেল স্ক্রিনেও অনেক জায়গায় দাম ৭০০ রুপি। তা সত্ত্বেও ভাইজানের প্রতি ভক্তদের ভালোবাসায় কোনো কমতি নেই। ঈদের পরিবেশে বড় পর্দায় প্রিয় সালমানকে দেখতে উন্মুখ অনুরাগীরা—তা বলার অপেক্ষা রাখে না।
বিডি প্রতিদিন/আশিক