ভারতের দক্ষিণী সিনেমার তারকা প্রভাস রাজু অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে যে গুঞ্জন ছড়িয়েছিল, সেটি 'সত্যি নয়' বলে নিশ্চিত করেছে অভিনেতার মিডিয়া টিম।
টিমের পক্ষ থেকে বলা হচ্ছে, এই খবর একেবারেই অসত্য। নায়কের বিয়ে নিয়ে এ ধরনের গুঞ্জন সত্যি হিসেবে ধরে না নিতে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
গত কয়েক বছর ধরে ৪৬ বছর বয়সী প্রভাসকে নিয়ে নানা রকমের গুঞ্জন রটেছে। দক্ষিণী অভিনেত্রী আনুশকা শেঠির সঙ্গে নাম জড়িয়েছিল প্রভাসের, বিয়ের গুঞ্জনও শোনা গিয়েছিল। ‘আদিপুরুষ’ সিনেমা করার সময় হিন্দি সিনেমার অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গেও নাম জড়ায় প্রভাসের।
এবার কদিন আগে সোশাল মিডিয়াসহ ভারতের মূলধারার বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, হায়দরাবাদের এক প্রভাবশালী ব্যবসায়ীর মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে প্রভাসের। সম্বন্ধের সেই বিয়ের প্রস্তুতিও নাকি অনেকটা এগিয়ে গিয়েছে।
কিন্তু সেই সব কেবলই রটনা বলে জানিয়ে দিল নায়কের মিডিয়া টিম। এর আগে প্রভাস ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, “মানুষ যখন আমার বিয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, তখন আমি বিরক্ত হই না। আমি বুঝি আমার জন্য উদ্বেগ থেকেই এটা করেন তারা।“
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ