নেক্সাস টেলিভিশন ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করেছে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। এতে থাকছে সিনেমা, বিনোদনমূলক টকশো, রূপচর্চা বিষয়ক অনুষ্ঠান ও গানের বিশেষ আয়োজন।
‘কাট আনকাট শো’ তে তারকার ভিড়
ঈদ আয়োজনের অন্যতম আকর্ষণ ‘কাট আনকাট শো’ যেখানে হাজির থাকবেন এ সময়ের আলোচিত তারকারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শারমিন দীপ্তি এবং প্রযোজনায় রয়েছেন মোহাম্মাদ হাছান।
- চাঁদরাতে অতিথি: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ডিবি মো. রবিউল ইসলাম
- ঈদের দিন: জনপ্রিয় সংগীতশিল্পী নোলক বাবু
- ঈদের ২য় দিন: চিত্রনায়ক জয় চৌধুরী
- ঈদের ৩য় দিন: চলচ্চিত্রাভিনেত্রী নাসরিন আক্তার নার্গিস
- ঈদের ৪র্থ দিন: প্রথমবার একসঙ্গে আসছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফাহিম রহমান ও উপস্থাপক অহনা তাসনীম খান
- ঈদের ৫ম দিন: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ব্লগার জলটান বিডির নুসরাত ইসলাম
অনুষ্ঠানটি চাঁদরাতে রাত ৯টায় প্রচারিত হবে, আর ঈদের দিন থেকে ঈদের ৫ম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭:৩০ মিনিটে, এবং ঈদের ৭ম দিনও একই সময়ে প্রচারিত হবে।
গানের ওপারের ঈদ
গানের প্রেমীদের জন্য থাকছে ‘গানের ওপারের ঈদ’। এই আয়োজনে গান শোনাবেন
- পাঞ্জাবিওয়ালা খ্যাত শিরিন
- এ প্রজন্মের সংগীতশিল্পী শীষপ্রিয়া অবন্তী সিঁথি
- সংগীতশিল্পী রুমানা ইসলাম
- লালনকন্যা বিউটি
- লোকসংগীতশিল্পী এলিজা পুতুল
- শবনম প্রিয়াংকা ও তার বোন রীতা মণ্ডল
- প্রথমবারের মতো লোকসংগীতশিল্পী ডলি মণ্ডলের সঙ্গে গানে থাকবেন রীতা মণ্ডল
- চাঁদরাতে গান পরিবেশন করবেন আর্নিক ও প্রিয়
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ড. জাকিয়া সুলতানা এবং প্রযোজনায় রয়েছেন মাহমুদুল হাসান।
বিডি প্রতিদিন/আশিক