৫০ বছরে পদার্পণ করেছেন ভারতীয় জনপ্রিয় উপস্থাপক, আরজে ও অভিনেতা মীর আফসার আলী। বয়স যে বাড়ছে, সেটা বুঝতে পারছেন। তবে বয়সের সঙ্গে তার কণ্ঠস্বর যেন হারিয়ে না যায় সেই প্রার্থনা করছেন তিনি।
এ প্রসঙ্গে মীর বলেন, ‘খিটখিটে হয়ে যাচ্ছি, ধৈর্যচ্যুতি ঘটছে। আগে এগুলো কম হতো।’ ৩১ বছরের দীর্ঘ কেরিয়ারে মীরের কোন আক্ষেপ, আফসোস, ক্লান্তি নেই।
বয়সে হাফ সেঞ্চুরি করে তিনি বলেন, ‘আমার প্রাপ্তির পাল্লা সবচেয়ে বেশি ভারী। এত মানুষকে আনন্দ দিতে পেরেছি, আমজনতার ভালোবাসা পেয়েছি, আর এই সবকিছু সম্ভব হয়েছে আমার প্রফেশনের জন্য। চারিদিকে এত নেগেটিভিটির ভিড়ে কাউকে হাসানোর তৃপ্তির চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না।’
রেডিও দিয়ে মীর আফসার আলীর ক্যারিয়ার শুরু হয়েছে। তারপর সংবাদপাঠক, টেলিভিশনে কমেডি শো সঞ্চালনা শুরু করেন।
মীর বলেন, ‘একটা সময় আমারও মনে হতো রেডিও আর আমি একে অপরের পরিপূরক। রেডিও ছাড়া নিজেকে ভাবতে পারতাম না। সেই আমিই তো এখন ভালো আছি। কাজ করছি নিজের মতো। জানি না এটা কীভাবে হলো। তবে আমি আর কাউকে কাজ নিয়ে জবাবদিহি করতে চাচ্ছিলাম না। আমার চাকরি ছাড়ার এটাই অন্যতম কারণ।’
তবে হাস্যোজ্জ্বল মীরেরও মনে এক চাপা ভয় আছে। জন্মদিনে নিজেই সেটা বললেন তিনি। মীর বলেন, ‘আমি বিশ্বাস করি গলার স্বর আমার অন্যতম সম্পদ। আমার অবচেতনে সব সময় ভয় কাজ করে, কোনও দিন সেই স্বর যদি হারিয়ে যায়, আমি শেষ হয়ে যাব।’
মীর আফসার আলী ১৯৭৫ সালের ১৩ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের আজিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি জনপ্রিয় ভারতীয় রেডিও জকি, অভিনেতা এবং উপস্থাপক। বর্তমানে ফুডকা নামের একটি ফুডভ্লগে 'ভাইপো' চরিত্রে কাজ করছেন। এছাড়াও ইউটিউবে 'গপ্পো মীরের ঠেক' নামক চ্যানেলে অডিও-স্টোরির কাজ করছেন।
বিডি প্রতিদিন/মুসা