২৭ দিন কারাবাসে ছিলেন। এবার কারাবাসের অভিজ্ঞতাও জানিয়েছেন রিয়া। কারাবাসের ভিতরের সঙ্গে বাইরের জগতের কোনো মিল নেই বলে জানান অভিনেত্রী। তাঁর কথায়- ‘কারাগারের মধ্যে কোনো সমাজ নেই। তাই বাকি দুনিয়ার থেকে পরিবেশ সম্পূর্ণ আলাদা। তবে কারাগারের অন্দরে সমতা রয়েছে। ওখানে আলাদা করে কোনো পরিচিতি নেই কারও। সবাই এক একটা সংখ্যা সেখানে।’ তদন্ত চলাকালীন যে মহিলারা কারাবাসে থাকেন তাদের বেশির ভাগই নির্দোষ বলে দাবি রিয়ার। তিনি বলেন, ‘আমার অভিজ্ঞতা থেকেই বলছি, অভিযুক্ত মহিলাদের ৭০ থেকে ৮০ শতাংশ নির্দোষ ছিলেন। বাকি ২০ শতাংশ স্বীকার করতেন যে তারা অপরাধ করেছেন। হয় নিজেকে বাঁচানোর জন্য অপরাধ করেছেন বা অন্য কোনো কারণে।’
কারাগারের ভিতরে কী কী অসুবিধা হয় সেগুলোও জানিয়েছেন রিয়া।