ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, ‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিসি। এই দুইটা কাজ করে জীবনে কষ্ট ছাড়া আর কিছু পাইনি।’ শেষে জনপ্রিয় এই অভিনেত্রী আবার লিখেছেন, ‘এইটা কোনো ফানি স্ট্যাটাস না। এটা অনেক দুঃখের স্ট্যাটাস।’ শবনম ফারিয়ার ওই পোস্টের নিচে অনেকে মজা করে লিখেছেন, হাহাহা এটাই বাস্তব। তারেক আজিজ নামে একজন লিখেছেন, জীবনে কয়টা প্রেম করলে এত বিরক্তি আসে? আমি তো আপনাকে ভালো মানুষ মনে করতাম! ওই মন্তব্যের রিপ্লাইতে ফারিয়া লিখেছেন, সর্বনিম্ন তিনটা প্রেম। উল্লেখ্য, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দুবাই গেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার ভারতের সঙ্গে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি টিম টাইগার্স। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান করে তারা।