বিশ্ব ভালোবাসা দিবসটি স্মরণীয় করে রাখতে স্বামী সনি পোদ্দারের সঙ্গে মালদ্বীপে ঘুরে বেড়াতে গিয়েছিলেন বিদ্যা সিনহা মিম। সেই অভিজ্ঞতা ফেসবুকে পোস্ট করে মিম জানান, ‘মালদ্বীপের দৃষ্টিনন্দন সৈকত ও সেখানকার মোহনীয় পরিবেশে চমৎকার কিছু মুহূর্ত উপভোগ করেছি দুজনে। আগেই পরিকল্পনা করেছিলাম, ভালোবাসা দিবসটি স্বামীর সঙ্গে উদযাপন করব। বিয়ের পর ২০২২ সালের প্রথমদিকে মধুচন্দ্রিমায় গিয়েছিলাম মালদ্বীপে। সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরেছি সেখান থেকে। নিরিবিলি একটি দ্বীপে দারুণ সময় কেটেছে দুজনের।’