শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। ইতিহাসের বরপুত্র হিসেবে ভাবা হয় তাঁকে। মহান মুক্তিযুদ্ধ এবং ’৭৫-পরবর্তী এক দুঃসময়ে দেশের হাল ধরে সর্বক্ষেত্রে সুনীতি ও সুবিবেচনার যে উদাহরণ তিনি রেখেছেন, তা সত্যিকার অর্থেই অতুলনীয়। ১৯৭১ সালের ২৫ মার্চ বর্বর পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করে বাংলাদেশে। জাতির সেই মহাদুর্দিনে বিদ্রোহ ঘোষণা করেন মেজর জিয়াউর রহমান। ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন। ঘোষণা দেন পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের। নিজের ও পরিবারের সদস্যদের জীবন ও পেশাগত নিরাপত্তা উপেক্ষা করে দেশ ও জাতির প্রয়োজনে তিনি যে সাহসিকতার পরিচয় দেন, তা জাতীয় ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে অসামান্য বীরত্বের পরিচয় দিয়ে বীর উত্তম পদকে ভূষিত হন তিনি। ১৯৭৫ সালের ৩ নভেম্বর এক অভ্যুত্থানে গৃহবন্দি করা হয় সেনাপ্রধান জিয়াউর রহমানকে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর হুমকি সৃষ্টি হয়। ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে স্বপদে ফিরে আসেন তিনি। দেশ পরিচালনার দায়িত্বও অর্পিত হয় তাঁর স্কন্ধে। তিনি সততা ও দেশপ্রেমকে সম্বল করে সে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধের এই অগ্রণী সৈনিক দেশ গড়ার কাজেও নিজের যোগ্যতাকে তুলে ধরেছেন অনন্যভাবে। দেশবাসীর মানসপটে যা অমরতার অনুষঙ্গ হয়ে থাকবে যুগ যুগ ধরে। ১৯৭৮ সালে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে জিয়াউর রহমান দুই বছরের সামান্য বেশি সময়ে দেশকে উন্নয়নের সোপানে তোলার প্রয়াস চালিয়েছেন অনুপ্রেরণাদায়ক নেতৃত্বে। আন্তর্জাতিক পর্যায়ে দেশকে নিয়ে গেছেন সম্মানিত স্থানে। এমন এক মুহূর্তে বাংলাদেশের অগ্রযাত্রা থামাতে এগিয়ে আসে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে শহীদ হন তিনি। বাকশালী একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি। দেড় দশকের স্বৈরাচারী নিষ্পেষণ শেষে আজ দেশ যখন আবার গণতন্ত্রের অভিযাত্রায়, সে মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন জাতিকে অনুপ্রেরণা জোগাবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- আগামী ৩ জুন দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন
- গঙ্গাচড়ায় ফটো সাংবাদিকের ওপর হামলা, গ্রেফতার ২
- ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসীসহ গ্রেফতার ৪
- গাজায় বর্বরতার প্রতিবাদে রংপুরে ছাত্রদলের বিক্ষোভ
- মেট গালায় হাঁটবেন অন্তঃসত্ত্বা কিয়ারা!
- দেশব্যাপী সরকারি ফার্মেসি চালু করছে সরকার
- ঢাকাসহ ১২ জেলায় রাতে ঝড়ের আভাস
- বরিশালে জাটকা অভিযানে হামলা, আটক ৫
- আধিপত্য বিস্তারে খুনের পর এবার বাড়িঘরে অগ্নিসংযোগ
- খিলগাঁওয়ে মাথায় ইটের আঘাতে যুবক খুন
- দেশে ফেরার পথে স্বামী, ঘরে পড়েছিল স্ত্রীর নিথর দেহ
- রাজধানীতে চোরের ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী জখম
- আলো ছড়াচ্ছে বসুন্ধরা শুভসংঘ পাঠাগার, পাঠকের দোরগোড়ায় বই
- মানবতার স্বার্থে সবাইকে এক হতে হবে : দুদু
- শুল্ক নিয়ে আলোচনার জন্য আমেরিকায় প্রতিনিধি পাঠাবে মালয়েশিয়া
- ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে শাবি ছাত্রদলের মানববন্ধন
- মার্কিন পণ্যে পাল্টা শুল্ক চাপাতে গিয়েও পিছু হটল ইইউ
- ঝিনাইদহে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা
- মালাইকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
- সাবেক শিল্পমন্ত্রী হুমায়ূন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা
ইতিহাসের বরপুত্র
শহীদ রাষ্ট্রপতি জিয়ার প্রতি শ্রদ্ধা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর