ছোট্ট খোকা বলছে মাকে
ডেকে দিয়ো রাতে,
সাহরিটা করব আমি
কাল যে তোমার সাথে।
বলছে খোকা কাল থেকে মা
থাকবো রোজা আমি,
দুনিয়াতে এর চেয়ে আর
নয়তো কিছু দামি।
খোকার কথা শুনে যে মা
মুচকি হেসে কয়,
সবকিছুই ঠিক আছে তোর
মনে শুধু ভয়।
ভয় কেন মা খোকা বলে
নইতো ছোট আর,
তোমার খোকা থাকবে রোজা
দেখ একটি বার।