মিয়ানমারের জলসীমা থেকে আটক ২৬ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে দিয়েছে রাখাইন রাজ্য ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
শনিবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যস্থতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, টেকনাফের কে কে খাল এবং শাহপরীর দ্বীপ ট্রলারঘাট থেকে কয়েকটি ভিন্ন ভিন্ন দলে ২৬ জন জেলে নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যান। মাছ ধরতে ধরতে ভুলবশত বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে তারা মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন। তখন আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের নৌকাসহ আটক করে নিয়ে যান।
পরবর্তী সময়ে আটক জেলেদের ফিরিয়ে আনতে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন। তাদের মধ্যস্থতায় আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়।
একইসঙ্গে দীর্ঘদিন ধরে আরাকান আর্মির জব্দ করা একটি মাছ ধরার নৌকাও ফেরত আনা সম্ভব হয়েছে। দেশে ফিরিয়ে আনা জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ