বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আঞ্চলিক সড়কে গাছ কেটে বেরিকেড দিয়ে গণডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের থেলকুড় এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের হামলায় মালামাল খোয়া যাওয়া ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ১০ থেকে ১৫ জনের ডাকাতদল সড়কের পাশের গাছ কেটে বেরিকেড দেয়। এরপর ওই সড়কে চলাচলকারী ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল থামিয়ে লোকজনকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। গ্রামের লোকজন খবর পেয়ে লাঠিসোটা নিয়ে ধাওয়া করলে ডাকাত দল পালিয়ে যায়। পরে পুলিশ এসে সড়ক থেকে কাটা গাছ অপসারণ করলে যানবাহন চলাচল শুরু হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, পার্শ্ববর্তী সিংড়া উপজেলার গ্রাম থেকে ডাকাত দল এখানে আসে বলে জানা গেছে। ডাকাত দলকে সনাক্ত করতে কাজ শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত