পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় আরও দুটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বগা ফেরিঘাট এলাকায় এ ঘটনায় ঘটে।
স্থানীয়রা জানায়, প্রথমে স্থানীয় আতহার কাজীর বসতঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খুব দ্রুত সময়ে আগুন চারদিকে ছড়িয়ে পরে। ঘরের লোকজন কিছু বুঝে ওঠার আগেই আগুনের তীব্রতা বেড়ে যায়। একে একে পুড়ে ছাই হয়ে যায় ছয়টি বসতঘর।
বাউফল ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. সাব্বির আহম্মেদ বলেন, 'আমরা ৯টা ৫০ মিনিটে খবর জানতে পারি। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নদী তীরবর্তী এলাকায় হওয়ায় পানি সাপ্লাই ভালো ছিল, তাই দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।'
বিডি প্রতিদিন/মুসা