ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ সম্পন্ন হয়েছে। সম্মেলনে মৌখিকভাবে মো. জমির হোসেন দস্তগীরকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মো. ইমাম হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলার চম্পকনগর কলেজ মাঠে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা বিএনপির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল হক খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম রুমা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মোমিনুল হক, সাবেক প্রবাসী বিষয়ক সম্পাদক মো. নুরুল হুদা সরকার, জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. আতিকুল হক জালালসহ জেলা-উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই