বগুড়ার ধুনটের বিলচাপড়ী এলাকায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আবদুল করিম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও খ্রিস্টফার হিমেল রিছিল এ আদেশ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ীর বাঙালি নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল।