ট্রাফিক পুলিশের দেওয়া মামলার প্রতিবাদে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। এতে মহাখালী ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সোমবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রাখেন। পরে ট্রাফিক পুলিশ ও তেজগাঁও পুলিশের অনুরোধে সড়ক থেকে সরে যান শ্রমিকরা।
পরিবহন শ্রমিকদের অবরোধের কারণে বিজয় সরণি থেকে ফ্লাইওভার হয়ে যানবাহন বামে টার্ন করলেও সামনে যানজট। আবার ডানের মগবাজার সাতরাস্তা অভিমুখে রাস্তা পুরোপুরি বন্ধ যানজটে। অন্যদিকে মহাখালী থেকে আসা লেনও স্থবির।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, পরিবহন শ্রমিকরা মহাখালী বাস টার্মিনাল সামনে রাস্তা অবরোধ করেছিল। পরে খবর পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলরত শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।
ডিএমপি ট্রাফিকের মহাখালী জোনের সহকারী কমিশনার জুনায়েদ জাহিদী বলেন, ‘একজন চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। ওই চালক সড়কে বাস রেখে যাত্রী উঠাচ্ছিল, এতে অন্য যানবাহন চলাচল বাধাগ্রস্ত হওয়ায় ট্রাফিক সার্জেন্ট মামলা দেন। মারধরের কোনো ঘটনা ঘটেনি।’
বিডি-প্রতিদিন/বাজিত