বরগুনার বেতাগীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বসুন্ধরা শুভসংঘের পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শাখা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে শুভসংঘ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শুভসংঘের স্কুল শাখার উপদেষ্টা মো. বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি আলহাজ্ব কামাল হোসেন খান, শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী, বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, মনোয়ারা বেগম, সহকারী শিক্ষক মো. আল আমিন, শুভসংঘের উপদেষ্টা সহকারী শিক্ষক মো. ওমর ফারুক ও সহকারী শিক্ষক ফাইজুর রহমান।
বেতাগী উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি আলহাজ্ব কামাল হোসেন খান বলেন, "শুভ কাজে সবার পাশে"—এই মূলমন্ত্রে বিশ্বাসী শুভসংঘ ভালো কাজের সঙ্গে সবসময় জড়িত। সংগঠনটি অসহায় মানুষকে সহায়তা, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করছে।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় শাখার উপদেষ্টা সহকারী শিক্ষক মো. আল মামুন, সহকারী শিক্ষক আল আমিন, সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক আয়শা সিদ্দিকা, সহকারী শিক্ষক বশির আহমেদ, কম্পিউটার ল্যাব সহকারী আব্দুর রহমান। শুভসংঘের স্কুল শাখার সদস্য রাকিব, বর্ণ হাওলাদার, সামিরা, তানজিলা, লামিয়া আক্তার, নীলা আক্তার, তাসফিয়া ইসলাম, ঝুমা রানী, মিম আক্তার ও প্রজ্ঞা গোমসতা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক