তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া ৩৪৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জয়ের কক্ষপথেই ছিল পাকিস্তান। কিন্তু ২৪৯ রানের মাথায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বাবর আজম আউট হলে খেই হারিয়ে ফেলে রিজওয়ানের দল।
বাবর আউট হওয়ার সময় পাকিস্তানের জয়ের জন্য ৬৮ বলে ৯৬ রান দরকার। অন্য প্রান্তে ছিলেন ৩৩ বলে ৪৪ রান করা সালমান আগা। অর্থাৎ হাতে ছিল ৬ উইকেট। তবে শেষ ২২ রান তুলতেই ২৭১ রানে গুটিয়ে যায় রিজওয়ানের দল। শেষ পর্যন্ত কিউইদের কাছে ৭৩ রানে পরাজিত হয়ে সিরিজে পিছিয়ে গেল সফরকারীরা।
এর আগে শনিবার নেপিয়ারে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ রানে ৩ উইকেট হারালেও ড্যারিল মিচেল ও মার্ক চ্যাপম্যানের ১৯৯ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। ৭৬ রানে মিচেল বিদায় নিলেও ঠিকই সেঞ্চুরি তুলে নেন চ্যাপম্যান। ১১১ বলে ১৩২ রান করেন তিনি। আর শেষ দিকে অভিষিক্ত মোহাম্মদ আব্বাসের ২৬ বলে ৫২ রানের সুবাদে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান তুলে নিউজিল্যান্ড।
৩৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার উসমান খান ও আবদুল্লাহ শফিক মিলে ১২.৪ ওভারে ৮৩ করে ভালো শুরু এনে দেয় পাকিস্তানকে। ৩৩ বলে ৩৯ রান করেন উসমানের বিদায়ের পর ৫ রান যোগ করতেই ফেরেন শফিক। ৩৬ রান করেছেন তিনি।
এরপর অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও বাবর ৭৬ রানের জুটি গড়েন। রিজওয়ান ৩০ রান করে ফিরলে সালমানকে নিয়ে বাবর গড়েন ৫৯ বলে ৮৫ রানের জুটি। এই জুটিই মূলত পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখায়। তবে বাবরের বিদায়ের পর পাকিস্তানের ইনিংসে নামে নাটকীয় ধস। হুড়মুড় করে ভেঙে পড়ে উইকেট। ৩৪ বলের মধ্যে ২২ রানে ৭ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় ২৭১ রানে। পাকিস্তানের ব্যাটিং লাইনআপের শেষ ছয়জন মিলে করেন স্রেফ ৩ রান।
বিডি-প্রতিদিন/বাজিত