মুহাম্মদ আব্বাসের জন্ম পাকিস্তানে। তবে তিনি খেলছেন নিউজিল্যান্ডের হয়ে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেকও হয়ে গেল তার। আর সেই অভিষেকটা তিনি রাঙালেন বিশ্বরেকর্ড গড়ে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শনিবার নেপিয়ারে ২৬ বলে ৫২ রানের ইনিংস খেলেন আব্বাস। তিনটি করে ছক্কা ও চারের ইনিংসে ফিফটি করেন তিনি ২৪ বলে। ওয়ানডে অভিষেকে যা দ্রুততম ফিফটির রেকর্ড। আগের রেকর্ডটি যৌথভাবে ছিল ভারতের ক্রুনাল পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের আলিক আথানেজের। দুইজনই ফিফটি করেছিলেন ২৬ বলে।
ডানহাতি ব্যাটসম্যান হলেও আব্বাস বাঁহাতি পেস বোলার। ২১ বছর বয়সী অলরাউন্ডার নিউজিল্যান্ড দলে জায়গা করে নিয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে স্রেফ ১৫ ম্যাচ খেলেই। এতটা বিধ্বংসী সেখানে তাকে মনে হয়নি। ৫০ ওভারের ক্রিকেটে তার স্ট্রাইক রেট ছিল এই ম্যাচের আগে ৮৫.১৭। একটি সেঞ্চুরি করেছেন, গত মাসেই সেই ইনিংসে ওয়েলিংটনের হয়ে ১০৪ রানের ইনিংস খেলেছেন ১২০ বলে। সেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে ঝড় তুললেন।
এরপর লিস্ট ‘এ’ ক্রিকেটে ওয়েলিংটনের হয়ে প্রথম সেঞ্চুরি করেন আব্বাস। ডাক পাওয়ার আগে সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ম্যাচ খেলেছেন ১৫টি। প্রায় ৩৫ গড়ে আব্বাস রান করেছেন ৪৫৪, উইকেট পেয়েছেন ৫টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ খেলেছেন ২১টি। ৬টি ফিফটির সঙ্গে সেঞ্চুরি আছে ২টি। গড় ৩৬.১৩। ৩০.৪১ গড়ে উইকেট নিয়েছেন ১২টি।
বিডি প্রতিদিন/নাজিম