নেপালের হেড কোচের দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার স্টুয়ার্ট ল। দুই বছরের জন্য তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নেপাল। গত ফেব্রুয়ারিতে কোচ মন্টি দেশাইয়ের সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হয় নেপালের। তার স্থলাভিষিক্ত হলেন স্টুয়ার্ট।
বাংলাদেশের সাথে দীর্ঘদিন কাজ করা এই অস্ট্রেলিয়ান কোচ হিসেবে বেশ অভিজ্ঞ। ২০১১ বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে কাজ করেছিলেন স্টুয়ার্ট ল। সাকিব-তামিমদের কোচ হিসেবে বেশ সফলও ছিলেন এই অস্ট্রেলীয়। তার সময়ই বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছিল। যেখানে পাকিস্তানের কাছে দুই রানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল টাইগারদের। কিন্তু বাংলাদেশ দলের সঙ্গে নয় মাসের বেশি কাজ করেননি তিনি।
২০১৩ সালে কুইন্সল্যান্ড বুলস ও ব্রিসবেন হিটের প্রধান কোচের দায়িত্ব পালন করেন ল। এরপর ২০১৬ সালে তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল উপদেষ্টা ও পরবর্তীতে প্রধান কোচ হিসেবে কাজ করেন। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেও কাজ করেছেন এই অস্ট্রেলিয়ান কোচ। সর্বশেষ যুক্তরাষ্ট্রের প্রধান কোচ হিসেবে দলটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিয়ে যান ল। ঘরের মাঠে বাংলাদেশকে হারান টি-টোয়েন্টি সিরিজে।
অস্ট্রেলিয়ার হয়ে ৫৪ ওয়ানডে ও একটি টেস্ট খেলেছেন ল। অজিদের ব্যাটিং কোচ, অনূর্ধ্ব-১৯ দলসহ নানান দায়িত্ব পালন করেছেন তিনি। এবার নেপালের কোচ মন্টি দেসাইয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন স্টুয়ার্ট ল। দুই বছরের চুক্তিতে তাকে নিয়োগ দিয়েছে নেপাল।
দেসাইয়ের অধীনে সম্প্রতি যুক্তরাষ্ট্রকে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারিয়েছিল নেপাল। এছাড়া ওয়ানডেতে কানাডাকেও হারিয়েছিল তারা৷ তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও নিজের প্রথম এশিয়া কাপে জয়হীন ছিল তারা। প্রধান কোচ হিসেবে ল'র প্রথম দায়িত্ব থাকবে বিশ্বকাপ লিগ টু তে জুনে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে। বর্তমানে বিশ্বকাপ লিগ টুতে দ্বিতীয় অবস্থানে আছে নেপাল।
বিডি প্রতিদিন/নাজিম