সৌদি আরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে অনুশীলন করেছিলেন ফাহামিদুল ইসলাম। অনেকেই তাই ধরে নিয়েছিলেন, তিনি হয়তো ভারতের বিপক্ষে স্কোয়াডে থাকবেন। তবে সবাইকে চমকে দিলেন বাংলাদেশ ফুটবল দলের কোচ। ভারত ম্যাচ সামনে রেখে সাজানো দলে ফাহামিদুল জায়গা পাচ্ছেন না বলে জানিয়েছেন হাভিয়ের কাবরেরা।
আজ সকালে ঢাকা বিমানবন্দরে কাবরেরা সাংবাদিকদের এ কথা জানালেই শুরু হয় আলোচনা-সমালোচনা। ক্যাম্প থেকে ফাহামিদুলকে বিদায় দেওয়াকে ভালোভাবে নেননি বাংলাদেশ ফুটবলের সাবেকরা।
সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য নিজের ফেসবুক হ্যান্ডলে লেখেন, ‘আমি হতাশ হয়েছি ফাহামিদুল বাদ পড়াতে। ইতালিয়ান ফুটবলে চতুর্থ ডিভিশনে খেলা একজন খেলোয়াড় এবং ট্রেনিং ম্যাচে হ্যাটট্রিক করা খেলোয়াড়… যার মাঝে অনেক সম্ভাবনা আছে তাকে ফাইনাল স্কোয়াডে রাখলে ভালো করত আমার বিশ্বাস।’
সাবেক গোলরক্ষক কোচ বিপ্লব বলেছেন, ‘এই মুহূর্তে ফাহামিদুলকে বাদ দেওয়ায় ভবিষ্যতে তার লাল-সবুজের জার্সির প্রতি এমন আগ্রহ থাকবে কি না সেটা দেখার বিষয়।’
অনেক সাবেক ফুটবলারদের মতে, এটা কোনো ভালো উদাহরণ তৈরি করেনি।
অবশ্য কোচ কাবরেরা বলেছেন, সে খুবই প্রতিভাবান ফুটবলার। দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে দেখা হওয়ায় তার জন্য ভালোই হলো। আসলে সে এখনো তরুণ, বাকিদের সঙ্গে মানিয়ে নিতে তার আরও সময় লাগবে।
কাবরেরার অধীনে সৌদিতে প্রায় দুই সপ্তাহের ক্যাম্প করেছে বাংলাদেশ। গত ৫ মার্চ অনুশীলন শুরু হওয়ার পর ১০ মার্চ সেখানে যোগ দেন ইতালি প্রবাসী ১৮ বছর বয়সী মিডফিল্ডার ফাহামিদুল। কিন্তু আজ মঙ্গলবার সকালে তাকে ছাড়াই দেশে ফিরেছে জাতীয় দল। পৌঁছানোর পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন কাবরেরা। সেখানে তাকে ফাহামিদুলের ইতালিতে ফিরে যাওয়ার কারণ জানাতে হয়।
বিডি প্রতিদিন/নাজমুল