প্রথমবারের মতো আইপিএলে খেলার অপেক্ষায় থাকা কর্বিন বশ পড়েছেন ঝামেলায়। চুক্তির বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগে দক্ষিণ আফ্রিকার এই পেস বোলিং অলরাউন্ডারকে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের জন্য গত জানুয়ারির ড্রাফটে ডায়মন্ড ক্যাটাগরি থেকে বশকে দলে নিয়েছিল পেশাওয়ার জালমি। তবে দক্ষিণ আফ্রিকার আরেক ক্রিকেটার লিজাড উইলিয়ামস চোট নিয়ে আসন্ন আইপিএল থেকে ছিটকে পড়ার পর তার বদলি হিসেবে সম্প্রতি বশকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এরপরই পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি।
পিসিবি রোববার এক বিবৃতিতে ৩০ বছর বয়সী এই ক্রিকেটারকে তার এজেন্টের মাধ্যমে আইনি নোটিশ পাঠানোর কথা জানিয়েছে। তাকে তার চুক্তির প্রতিশ্রুতি থেকে সরে আসার সিদ্ধান্তের ন্যায্যতা প্রমাণ করতে বলা হয়েছে। বশের জবাব দেওয়ার সময়সীমা অবশ্য বিবৃতিতে উল্লেখ করেনি পিসিবি।
আইপিএলে এর আগে রাজস্থান রয়্যালসের নেট বোলার ছিলেন বশ। পরে তাকে ন্যাথান কোল্টার-নাইলের বদলি হিসেবে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। যদিও কোনো ম্যাচ খেলার সুযোগ সেবার তিনি পাননি।
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএটোয়েন্টির সবশেষ আসরে এমআই কেপ টাউনের শিরোপা জয়ে বড় অবদান রাখেন তিনি। সানরাইজার্স ইস্টার্ন কেপের বিপক্ষে ফাইনালে ২৪ রানে নেন ৪ উইকেট। আসরে ৮ ম্যাচ খেলে শিকার ধরেন ১১টি। আগামী শনিবার থেকে ২৫ মে পর্যন্ত হবে এবারের আইপিএল। আর পিএসএল হবে ১১ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ