ঢাকা আবাহনীর সাবেক ফুটবলার মো. হোসেন নাঈম মারা গেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। ফুটবলের পাশাপাশি তিনি আবাহনীর হকি খেলোয়াড়ও ছিলেন।
হোসেন নাঈম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
১৯৭২ ও ১৯৭৩ সালে আবাহনীর হয়ে ফুটবল খেলেছেন তিনি। ১৯৭৩ সাল থেকে আবাহনী ক্রীড়া চক্রের নিয়মিত হকি খেলোয়াড় ছিলেন। হোসেন নাঈমের মৃত্যুতে শোক জানিয়েছে তার ক্লাব আবাহনী।
হোসেন নাঈমরা তিন ভাই। অন্য দুই ভাই মোহাম্মদ মহসীন ও এহসান নাম্মীও আবাহনীর জার্সিতে খেলেছেন। আবাহনী হকি দলের দ্বিতীয় অধিনায়ক ছিলেন নাম্মী। সত্তর দশক থেকে তিন যুগের বেশি সময় দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।
বিডি প্রতিদিন/মুসা