জুভেন্টাসে দানিলোর সাড়ে পাঁচ বছরের অধ্যায় শেষ হয়ে গেল। আগামী জুন পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও ব্রাজিল জাতীয় দলের বর্তমান অধিনায়ক জানিয়ে দিয়েছেন, তিনি আর প্রিয় ক্লাবটিতে থাকছেন না।
পারস্পরিক সমঝোতায় ৩৩ বছর বয়সী এই ফুটবলারের চুক্তি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ইতালিয়ান ক্লাবটি। দানিলোর চুক্তির মেয়াদ ছিল আগামী জুন পর্যন্ত। তার আগেই চলে গেলেন তিনি। জুভেন্টাসের হয়ে নিজের শেষ ম্যাচ খেলেন তিনি গত মাসে।
২০১৯ সালে ইতালিয়ান সিরিআর ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ব্রাজিল তারকা খেলেছেন মোট ২১৩ ম্যাচ, গোল করেছেন ৯টি।
গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আবেগঘন পোস্টের মাধ্যমে জুভেন্টাস ছাড়ার কথা জানান দানিলো। দানিলো লেখেন, ‘প্রিয় বিয়ানকোনেরি, আমি কোথা থেকে শুরু করবো, সত্যিই বুঝতে পারছি না। আমি জানতাম, এই দিনটা একদিন আসবে। কিন্তু বিদায় জানানোর জন্য কেউই কখনও পুরোপুরি প্রস্তুত থাকে না। পাঁচ বছর ছয় মাস কেটে গেছে। কিন্তু আমার কাছে মনে হয় যেন পুরো একটা জীবন কেটেছে।’
ব্রাজিলিয়ান তারকা আরও লেখেন, ‘যা আমাকে কিছুটা গর্বের অনুভূতি দেয়, তা হলো আমি কখনো আমার নিজের থাকার ধরণ বদলাইনি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাবটিকে রক্ষার উপায়ও বদলাইনি।’
ভক্তদের উদ্দেশে দানিলো লেখেন, ‘সেসব মুহূর্তের জন্য ক্ষমা চাই, যখন হয়তো আপনাদের নিরাশ করেছি। তবে সেটা কখনোই প্রচেষ্টা, নিষ্ঠা বা কঠোর পরিশ্রমের অভাবে নয়...। সবকিছুর জন্য ধন্যবাদ। একজন অধিনায়কের পক্ষ থেকে আপনাদের জন্য এক মুঠো ভালোবাসা। বিদায়!’
২০১৯-২০২০ মৌসুমে জুভেন্টাসকে সিরিআর শিরোপা জেতান দানিলো। এছাড়া ক্লাবটির হয়ে দুটি ইতালিয়ান কাপ ও একটি ইতালিয়ান সুপার কাপ জেতেন ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ব্রাজিল স্কোয়াডে থাকা তারকা। জুভেন্টাসের আগে স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে খেলেছেন দানিলো।
বিডি প্রতিদিন/মুসা