চ্যাম্পিয়ন ট্রফির সর্বশেষ আসরের ফাইনালে ভারতকে একরকম একাই গুঁড়িয়ে দিয়েছিলেন পাকিস্তানের মোহাম্মদ আমির। পাকিস্তানের ১৮০ রানের বিশাল জয়ে বড় ভূমিকা ছিল আমিরের। ১৬ রান দিয়ে সেই ম্যাচে আমিরের শিকার ৩ উইকেট।
এবারের আসরে আমির নেই। চ্যাম্পিয়নস ট্রফির আগেই ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন তারকা এই পেসার। তবে তিনি না থাকলেও চ্যাম্পিয়নস ট্রফিতে তার দল পাকিস্তান ভারতের চেয়ে এগিয়েই থাকবে বলে মনে করেন তিনি।
আমির বলেন, ‘পাকিস্তান যেভাবে সম্প্রতি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে তাতে বিদেশি কন্ডিশনে তাদের শক্তি ফুটে উঠে। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করে আমি মনে করি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান এগিয়ে থাকবে। তবে ভারত সবসময়ই আমার ফেভারিট। বড় টুর্নামেন্টের আগে ভারতীয় দল তাদের সাম্প্রতিক পরাজয়ের কারণে চাপের মধ্যে রয়েছে।’
সাম্প্রতিক পরাজয়ের সঙ্গে দলের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহর চোটের কারণে ভারত অনেকটা পিছিয়ে রয়েছে বলে মনে করেন আমির। তিনি বলেন, ‘বুমরাহ না থাকলে ভারতের জন্য এটা এক বিশাল ক্ষতি। তিনি ভারতের একজন সেরা বোলার, সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন। তাকে ছাড়া ভারতীয় বোলিং শক্তি ৪০-৫০ শতাংশে হ্রাস পাবে।’
আগামী ২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
বিডি প্রতিদিন/মুসা