বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জয়ে শুরু করেছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ব্রাদার্স ইউনিয়নকে ৬ উইকেটে পরাজিত করে। টসে জিতে ধানমন্ডি ব্যাট করতে পাঠায় ব্রাদার্সকে। মাফিজুল ইসলাম রবিন, ইমতিয়াজ হোসেন ও মিজানুর রহমানের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ২৬২ রান সংগ্রহ করে গোপীবাগের দলটি। জবাবে ৪ উইকেট হারিয়ে ধানমন্ডি জিতে যায়। ফজলে মাহমুদ রাব্বি ও অধিনায়ক নূরুল হাসান সোহানের হাস সেঞ্চুরিতে ৬ বল আগে তারা জিতে যায়।
বিকেএসপির ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে লিজেন্ড অব রূপগঞ্জ ১০ উইকেটে হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। শরিফুল ইসলাম ও তানভীর ইসলামের দারুণ বোলিংয়ে গাজী ৯৩ রানে অলআউট হয়। ১৪ রানে ৪ উইকেট শরিফুল ও তানভীর ২৩ রানে পান ৩ উইকেট। ১৩.৫ ওভার খেলে রূপগঞ্জ কোনো উইকেট না হারিয়ে জিতে যায়। আরেক ম্যাচে শাইনপুকুর ৭৭ রানে পারটেক্সকে পরাজিত করে।