নিউজিল্যান্ড ও ভারতের পর তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়নরা সেমিফাইনালে উঠেছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায়। গতকাল লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের জটিল সমীকরণের ম্যাচটি পুরোপুরি হতে পারেনি। আফগানিস্তান পুরো ৫০ ওভার ব্যাটিং করেছে। ২৭৪ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ১২.৫ ওভারে ১০৯ রান তোলার পর বৃষ্টিতে ম্যাচটি আর মাঠে গড়ায়নি। পরিত্যক্ত হয়। পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল। গ্রপ পর্বে অস্ট্রেলিয়ার টানা দুই ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি মাঠেই গড়ায়নি। গতকাল দ্বিতীয় সেশনে পরিত্যক্ত হয়। চ্যাম্পিয়নস ট্রফির চলতি আসরে এ নিয়ে তৃতীয়বার ম্যাচ পরিত্যক্ত হলো। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচও হয়নি। সেমিফাইনাল খেলার সুযোগ ছিল অস্ট্রেলিয়া, আফগানিস্তান দুই দলেরই। এমন সমীকরণের ম্যাচে প্রথম ব্যাটিংয়ে ৫০ ওভারে ২৭৩ রান করে হাশমতুল্লাহ শাহিদির আফগানিস্তান। দলটির পক্ষে জোড়া হাফ সেঞ্চুরির ইনিংস খেলেন সাদিকুল্লাহ আতাল। ৮৫ রান করেন ৯৫ বলে ৬ চার ও ৩ ছক্কায়। শেষ দিকে আজমতুল্লাহ কামারজাই ৬৩ বলে ৬৭ রান করেন ১ চার ও ৫ ছক্কায়। এর আগে আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল ১০৭ রানে। চ্যাম্পিয়নস ট্রফিতে এবারই প্রথম খেলেছে আফগানিস্তান। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে চমকে দেয় ক্রিকেটপ্রেমীদের। একই সঙ্গে সেমিফাইনালের আশা জাগিয়ে রাখে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া রেকর্ড গড়ে জয় পায় ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ড প্রথম ব্যাটিংয়ে ৩৫১ রান করে। যা চ্যাম্পিয়নস ট্রফির রেকর্ড। সেটা অস্ট্রেলিয়া টপকে যায় জশ ইংলিসের অপরাজিত ১২০ রানে ভর করে। ২৭৪ রানের টার্গেটে গতকাল ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়নদের দুই ওপেনার ম্যাথু শর্ট ও ট্রাভিস হেড ৪.৩ ওভারে ৪৪ রানের ভিত দেন। শর্ট সাজঘরে ফেরেন ১৫ বলে ১ ছক্কা ও ৩ চারে। ওপেনারের বিদায়ের পর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের সেঞ্চুরিয়ান হেড জুটি বাঁধেন অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে। দুজনে যখন ১২.৫ ওভারে ১০৯ রান পর্যন্ত যান, তখনই বৃষ্টি নামে। এরপর আর খেলা হয়নি। ২ ঘণ্টা পর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। হেড তখন ব্যাট করছিলেন ৫৯ আর স্মিথ ১৯ রানে। নিয়ম অনুযায়ী ম্যাচের ফল হতে কমপক্ষে ২০ ওভার খেলা হতে হতো। কিন্তু খেলা হয়নি বলে খেলা পরিত্যক্ত হয়। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৪। ৩ পয়েন্ট করে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার। ইংল্যান্ডের কাছে যদি আজ প্রোটিয়ারা বড় ব্যবধানে হেরে যান, তখন রানরেটে হিসাব আসবে। অবশ্য ১০৭ রানের সুবাদে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল খেলার সম্ভাবনা বেশি।
শিরোনাম
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু