পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। ওই সিরিজ জয়ে অন্যতম ভূমিকা রেখেছিলেন ডান হাতি ফাস্ট বোলার হাসান মাহমুদ। ২ টেস্ট খেলে নিয়েছিলেন ৮ উইকেট। রাওয়ালপিন্ডিতেই টেস্ট দুটি খেলেছিল বাংলাদেশ। পরিচিত সেই রাওয়াপিন্ডিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে খেলবেন নাজমুল শান্তরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। যা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফির যে ১৫ সদস্যের স্কোয়াড গঠন করেছে বিসিবি, সেখানে জায়গা হয়নি হাসান মাহমুদের। অথচ টাইগাররা গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছে, সেখানে ছিলেন। যদিও পারফরম্যান্স ভালো ছিল না। একটি ম্যাচ খেলেছিলেন। ছন্দহীন পারফরম্যান্সের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ পাননি হাসান। অথচ বিপিএলে সাদা বলে প্রত্যয়ী বোলিং করেছেন ডান হাতি ফাস্ট বোলার। ১৩ ম্যাচে উইকেট নেন ১৪টি। তার বোলিংয়ের মূল অস্ত্র পুরনো বলে রিভার্স সুইং করা। ব্লক হোলেও দারুণ বোলিং করেন এবং সুইং ও গতিও রয়েছে হাসানের। বোলিং অনুশীলন করতে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে হাসান মাহমুদ দুবাই সফর করবেন। মরু শহর দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি ভারত ম্যাচের আগের দিন পর্যন্ত দলের সঙ্গে থাকবেন। এরপর তিনি ফিরে আসবেন। টাইগার টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিশ্চিত করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে স্কোয়াডটি খেলবে টইগারদের সেই চার পেসার- মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিব ও নাহিদ রানা। হাসানের পরিবর্তে নেওয়া হয়েছে ‘স্পিডস্টার’ নাহিদকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত, ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। দুই ম্যাচের ভেন্যু রাওয়ালপিন্ডি।
শিরোনাম
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু