চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর বসেছিল ৮ বছর আগে। ইংল্যান্ডে আট জাতির ওই টুর্নামেন্টে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্টে এখন পর্যন্ত এটাই বাংলাদেশের সর্বোচ্চ প্রাপ্তি। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে অবশ্য কোয়ার্টার ফাইনাল খেলেছিল টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৫ সালে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। পাকিস্তান-দুবাইয়ে আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নাজমুল হোসেন টাইগাররা ঢাকা ছাড়বেন ১৩ ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে দুই দিন ধরে অনুশীলন করছে নাজমুল বাহিনী। ৫০ ওভারের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। বাংলাদেশের মিশন শুরু ২০ ফেব্রুয়ারি ভারত ম্যাচ দিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের ম্যাচ দুটি খেলবে রাওয়ালপিন্ডিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে তিন দলই। ভারত দুবার এবং পাকিস্তান ও নিউজিল্যান্ড একবার করে শিরোপা জিতেছে। এমন তিন দলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক বেশি চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই বলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি খুবই চ্যালেঞ্জিং হবে। প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ। তারপরও আশাবাদী। খেয়াল করলে দেখবেন, অতীতে আমরা ব্যাটিং সমস্যায় ভুগেছি। কিন্তু ঘরোয়া ক্রিকেট দেখে বুঝা যাচ্ছে, ব্যাটাররা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। তার ব্যক্তিগত ইনিংসগুলো বড় করতে পারছে। দলের স্কোর বড় করছে। জুটিও গড়ছে। পরিকল্পিত ক্রিকেট খেলছে ব্যাটাররা। এসব দেখে আমি ভালো কিছু হবে আশাবাদী। ব্যাটিং সমস্যাটা কেটে যাচ্ছে। বোলিং নিয়ে আমি স্বস্তিতে। বোলাররা ভালো করছে।’ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয় ১৯৯৮ সালে ঢাকায়। প্রথম আসরের নাম ছিল আইসিসি নকআউট বিশ্বকাপ। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েই মাঠে গড়াচ্ছে। বাংলাদেশ খেলছে ২০০০ সালের দ্বিতীয় আসর থেকে। ২০০০, ২০০২, ২০০৪ ও ২০০৬ পর্যন্ত টানা আসরগুলোতে খেলেছে। এরপর খেলতে পারেনি ২০০৯ ও ২০১৩ সালে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরে সেমিফাইনাল খেলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এবার ষষ্ঠবার খেলবে। এর আগে যে পাঁচবার খেলেছে, তাতে সাকুল্যে ম্যাচ খেলেছে ১২টি এবং জয় মাত্র দুটি। ২০০৬ সালে প্রথম জয় পায় জিম্বাবুয়ের বিপক্ষে। শাহরিয়ার নাফিসের অপরাজিত ১২৩ রানের ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করেছিল ৫০ ওভারে ৬ উইকেটে ২৩১ রান। সাকিব আল হাসানের ঘূর্ণিতে ৪৪.৪ ওভারে ১৩০ রানে গুটিয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। ২০১৭ সালে দ্বিতীয় জয়টি পায় টাইগাররা। ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে আসর শুরু করে সেবার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। তখনই সম্ভাবনা জেগে ওঠে টাইগারদের সেমিফাইনাল খেলার। এজন্য নিউজিল্যান্ডকে হারাতেই হতো। সাকিবের সেঞ্চুরিতে (১১৪) নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ জিতেছিল ৫ উইকেটে। এবার কতদূর যাবে নাজমুল বাহিনী। প্রতিপক্ষ তিন চ্যাম্পিয়ন।
শিরোনাম
- ঢাকাসহ সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী সর্ববৃহৎ সমাবেশ
- প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর মুক্তিপণ আদায়, আটক ২
- ৮ দিন পর আখাউড়ায় স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
- পরিবেশ রক্ষায় ইতিবাচক মানসিকতা নিয়ে কাজের আহ্বান উপদেষ্টার
- সীমান্তে বিজিবি'র অভিযানে ২০ বার্মিজ গরু জব্দ
- ইসরায়েল সফরে গিয়ে অপমানিত দুই ব্রিটিশ নারী এমপি
- আইপিএলে ফিরতে প্রস্তুত বুমরাহ!
- এফবিজেএ'র নতুন কমিটি
- দুই দফা দাবিতে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান
- বিয়েবাড়ির গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে মারামারি, ভাঙলো বিয়ে
- ডায়াবেটিস রোগীদের আতঙ্ক
- দর্শক পেটাতে যাওয়া খুশদিলকে নিয়ে যা বলছে পিসিবি
- ‘গৃহকর্ত্রীও নির্যাতিতা হতে পারেন’ -পরীমনির সেই ইস্যুতে ফেসবুকে ন্যান্সি
- ১৭ হাজার শিশুর রক্তে রঞ্জিত গাজা, অনাথ ৩৯ হাজারের বেশি
- ফটিকছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে ২ জনকে গণধোলাই
- ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড
- টেকনাফে গোয়েন্দা পরিচয়ে প্রতারণাকালে একজন গ্রেফতার
- যুক্তরাজ্যের পার্লামেন্টে ফ্ল্যাট নিয়ে টিউলিপের মিথ্যাচার
- বিচার চেয়ে থানায় বৃদ্ধা, ‘ভিক্ষা করে কেনা মুরগি মেরে দিল কারা?’