দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের বয়স প্রায় ৪১ বছর। দীর্ঘদিন পর আবার বাইশগজে দেখা যাবে মিস্টার ৩৬০০ খ্যাত এ ব্যাটারকে। কয়েকদিন ধরে প্রোটিয়া তারকার বাইশগজে কামব্যাক নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছিল। এবার তিনি নিজেই এ কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি আবার জিমে যাচ্ছি। নেটে অনুশীলন করছি। অনেক ভাবনাচিন্তা করার পর ঠিক করেছি এ বছরের জুলাইয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের হয়ে খেলব।’
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টি-২০ টুর্নামেন্টে মূলত অবসর নেওয়া ক্রিকেটাররা খেলেন। এবার জ্যাক ক্যালিস, হার্শেল গিবস, ডেইল স্টেইন ও ইমরান তাহিরদের সঙ্গে দেখা যাবে তাঁকেও।