বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হয় ২০১২ সালে। প্রথম আসরে বরিশাল বার্নার্সের হয়ে খেলতে নামেন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। সেবার প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেন তিনি (৪৪ বলে ১০১* রান)। বরিশালের হয়েই বেশির ভাগ সময় বিপিএলে খেলেন তিনি। রংপুর রাইডার্সের জার্সিতেও বিপিএল খেলেন গেইল। এই দলের হয়ে ২০১৭ সালে চ্যাম্পিয়নও হন এই ক্যারিবীয় তারকা।