হোক না বয়সভিত্তিক দল। নারী ক্রিকেটে দিনটি স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের। এশিয়া কাপে রানার্সআপ হওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পরাজিত করেছে বিশ্বকাপের রানার্সআপ দল ইংল্যান্ডকে। এটি যে কোনো পর্যায়ে ইংলিশ মেয়েদের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। প্রস্তুতি ম্যাচ হলেও এ এক বড় প্রাপ্তি। টি-২০ বিশ্বকাপে নামার আগে এ জয় অনূর্ধ্ব-১৯ দলকে উজ্জীবিত করবে। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করেছিলেন সুমাইয়া আক্তাররা।
গতকাল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচটি গিয়েছিল সুপারওভার পর্যন্ত। যেখানে বাংলাদেশ জয় পেয়েছে ২ রানে। টসে জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৩ রান তোলে। এই রান তাড়া করতে গিয়ে শেষ বলে বাংলাদেশের দরকার ছিল ১ রান। হাতে উইকেটও ছিল একটি। শেষ বলে নিশ্চিত রান আউট হয়ে গেলে দুই দেশেরই স্কোর দাঁড়ায় ১১৩ রান। সুপারওভারে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রতিপক্ষের বাঁহাতি স্পিনার কোর্টিন কোলম্যানের করা ওভারে ১১ রান সংগ্রহ করে। যা আসে মূলত সাদিয়া আক্তারের ৩ বলে অপরাজিত ৮ রানের বদৌলতে। ওভারে চতুর্থ বলে ছক্কা হাঁকান এ ব্যাটার।
পেসার হাবিবা আক্তার সুপার ওভারটি করেন। দারুণ বোলিং করে ইংল্যান্ডের ব্যাটারদের সুবিধা করতে দেননি। শেষ বলে তাদের প্রয়োজন ছিল ৪ রান। ত্রিশা তানাওয়ালা ২ রানের বেশি করতে পারেননি। মূল ম্যাচে ১৭ বলে ২০ রানের ইনিংস খেলেছিলেন সাদিয়া। আনিসা আক্তার নিয়েছিলেন ৩ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী জাতীয় দল কখনো ইংল্যান্ডকে হারাতে পারেনি। অনূর্ধ্ব-১৯ দল প্রথম দেখায় ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ।