ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে আলোড়ন তুলেছিল ফর্টিস এফসি। সেই ফর্টিস হেরে গেল গোপীবাগ ব্রাদার্স ইউনিয়নের কাছে। ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। কোয়ালিফায়ারে সম্ভাবনা টিকিয়ে রাখতে দুই দলের জয় দরকার ছিল। মাঝারি মানের দলের ম্যাচটি তেমন উপভোগ্য ছিল না। পেশাদার লিগের আগের ম্যাচে ঢাকা আবাহনীকে ড্র করে রুখে দিয়েছিল ফর্টিস। স্বাভাবিকভাবে প্রত্যাশা ছিল জ্বলে উঠবে ফর্টিস। কিন্তু সেইভাবে তারা আক্রমণ করতে পারেনি।
লিগে চতুর্থ স্থানে থাকা ব্রাদার্সও ছিল নিষ্প্রভ। ফেডারেশন কাপে প্রথম ম্যাচে কিংসের কাছে হেরে যাওয়ায় তাদের জয়টা জরুরি ছিল। ৩৬ মিনিটে রাব্বির গোলে এগিয়ে যায় আসরে তিনবারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে ফর্টিস। প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে একাধিকবার বক্সে ঢুকে পড়লেও গোল আর করতে পারেনি। তবে অধিনায়ক গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা দৃঢ়তার সঙ্গে বল সেভ করলে ব্রাদার্সকে পয়েন্ট হারাতে হয়নি।
এদিকে বসুন্ধরা কিংস অ্যারিনায় অনুষ্ঠিত একই গ্রুপের ম্যাচে পুলিশ এফসি ২-১ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে পরাজিত করে। ৪২ মিনিটে পেনাল্টি থেকে ইমনের গোলে ওয়ান্ডারার্স এগিয়ে গেলেও ম্যাচের শেষের দিকে মান্নান রাব্বি ও এহসানুরে গোলে নাটকীয়ভাবে জিতে যায় পুলিশ।