লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ ফুটবলের দুই পরাক্রমশালী ক্লাব। শুধু ইংল্যান্ডের নয়, ফুটবল বিশ্বের যে কয়টি ক্লাবের দ্বৈরথের রূপকথার গল্প রয়েছে তাদের অন্যতম লিভারপুল-ম্যানইউ লড়াই। দুই দলের লড়াইয়ের আড়ালে লড়াই হয় অল রেডস ও রেডি ডেভিলদের। পরশু রাতে ইংল্যান্ডের ইতিহাস খ্যাত দুই ঐতিহ্যবাহী ক্লাব মুখোমুখি হয়েছিল আনফিল্ডে। ম্যাচটি হবে কি না সংশয় ছিল। পরশু সারাদিন তুষার বৃষ্টি হয়েছে। লিভারপুলের নিজস্ব স্টেডিয়াম আনফিল্ড ও তার আশপাশের রাস্তাঘাট পুরোটাই ছিল তুষারে ঢাকা। এমন কঠিন পরিস্থিতিতে দুই চির প্রতিদ্বন্দ্বীর খেলা হবে কি না সন্দেহ ছিল। কিন্তু সব কল্পনা-জল্পনাকে মাটিচাপা দিয়ে প্রচণ্ড তুষারপাতেও খেলা হয়েছে। ম্যাচটি মাঠে গড়িয়েছে এবং ২-২ গোলে ড্রয়ের ম্যাচটি রোমাঞ্চ ছড়িয়েছে। ড্র হলেও শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। আনা স্লটের লিভারপুলের পয়েন্ট ১৯ ম্যাচে ১৪ জয়, ৪ ড্র ও এক হারে ৪৬। ১৩ নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ২০ ম্যাচে ৬ জয়, ৫ হার ও ৯ ড্রয়ে ২৩। দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৪০। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২০ ম্যাচে ৩৪। টান টান উত্তেজনা ছড়ানো ম্যাচে লিভাপুলের পক্ষে গোল দুটি করেন হাকপো ৫৯ মিনিট ও মোহাম্মদ সালাহ ৭০ মিনিটে পেনাল্টিতে। ম্যানইউর পক্ষে গোল দুটি করেন যথাক্রমে মার্টিনেজ ৫২ মিনিটে ও দিয়ালা ৭১ মিনিটে। আবার ম্যানইউর ম্যাগুয়ের গোল মিসও করেন। ইংলিশ প্রিমিয়ার লিগের দিনের অন্য খেলায় ফুলহাম ও ইপসউইচ ড্র করে ২-২ গোলে। রোমাঞ্চ ছড়ানো ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ধীরে ধীরে তুষার পাত কমতে থাকে। এর মধ্যে ৫২ মিনিটে সফরকারী ম্যানইউকে এগিয়ে নেন দলটির আর্জেন্টাইন মিডফিল্ডার লিসান্দ্রো মার্টিনেজ। প্রিমিয়ার লিগে মার্টিনেজের এটা প্রথম গোল। সাত মিনিট পর ৫৯ মিনিটে সমতা আনেন লিভারপুলের কোডি হাকপো। ৭১ মিনিটে লিভারপুলের মিসরিয়ান স্ট্রাইকার মোহাম্মদ সালাহ পেনাল্টিতে ব্যবধান ২-১ করেন। চলতি লিগে সালাহর এটা ১৮তম গোল। দুইয়ে থাকা ম্যানসিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ডের গোলের সংখ্যা ১৬টি। ৭১ মিনিটে পরে আমাদ দিয়ালা সমতা আনেন ২-২। লিভারপুল টানা তিন জয়ের পর পয়েন্ট হারিয়েছে। ম্যানইউ বহুদিন ধরে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারছে না। এবার শিরোপা জয়ের অন্যতম দাবিদার লিভারপুল ছুটছে দুরন্ত গতিতে।
শিরোনাম
- কুমিল্লায় মসজিদ কমিটির সেক্রেটারিকে হত্যার ঘটনায় গ্রেফতার ২
- বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির গ্রেফতার
- সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
লিভারপুল-ম্যানইউ রোমাঞ্চ ছড়ানো ম্যাচ ড্র
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর