জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন পটুয়াখালীর বাউফলের মো. আশিকুর রহমান হৃদয় (১৭)। ৮ মাস জীবনযুদ্ধের পর হেরে গেলেন তরুণ এ যোদ্ধা। শুক্রবার বিকাল ৩টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হৃদয় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের পশ্চিম যৌতা গ্রামের রিকশাচালক আনসার হাওলাদারের ছেলে। হৃদয়ের পরিবার সূত্রে জানা যায়, হৃদয় ঢাকায় শ্রমিকের কাজ করতেন। জুলাই বিপ্লবে ঢাকার রাজপথে আন্দোলনে অংশ নেন। ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন। তার মাথায় তিনটি গুলিবিদ্ধ হয়। তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ভয়ে লুকিয়ে চিকিৎসা নেন। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে হৃদয়কে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা তার মাথা থেকে দুটি গুলি বের করতে পারলেও আশঙ্কাজনক হওয়ায় তখন একটি গুলি বের করা সম্ভব হয়নি। এতে পুরোপুরি সুস্থ হতে পারেননি হৃদয়। বিভিন্ন সময় অস্থির হয়ে পড়তেন। প্রায়ই প্রচণ্ড জ্বর উঠত। গত বুধবার হৃদয় অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হৃদয়ের বাবা আনসার হাওলাদার বলেন, ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি। নিজের রিকশা ও একটা গরু বিক্রি করে সেই টাকা দিয়ে যতটুকু পেরেছি চেষ্টা করেছি। মাথার তিনটি গুলির দুটি বের করেছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। আরেকটা গুলি বের করা সম্ভব হয়নি। বিদেশ চিকিৎসার ব্যবস্থা করা হলে আমার ছেলে বেঁচে থাকত। বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আ. রউফ সাংবাদিকদের বলেন, মুমূর্ষু অবস্থায় দুপুর ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয় হৃদয় নামে ওই রোগীকে। আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য বলা হয়েছে। পরিবার যথাসময়ে বরিশাল নিয়ে যেতে পারেনি। বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়।
শিরোনাম
- দেশে প্রবাসী আয়ে রেকর্ড, মার্চে এল ৩ বিলিয়ন ডলারের বেশি
- ঢাকাসহ সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী সর্ববৃহৎ সমাবেশ
- প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর মুক্তিপণ আদায়, আটক ২
- ৮ দিন পর আখাউড়ায় স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
- পরিবেশ রক্ষায় ইতিবাচক মানসিকতা নিয়ে কাজের আহ্বান উপদেষ্টার
- সীমান্তে বিজিবি'র অভিযানে ২০ বার্মিজ গরু জব্দ
- ইসরায়েল সফরে গিয়ে অপমানিত দুই ব্রিটিশ নারী এমপি
- আইপিএলে ফিরতে প্রস্তুত বুমরাহ!
- এফবিজেএ'র নতুন কমিটি
- দুই দফা দাবিতে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান
- বিয়েবাড়ির গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে মারামারি, ভাঙলো বিয়ে
- ডায়াবেটিস রোগীদের আতঙ্ক
- দর্শক পেটাতে যাওয়া খুশদিলকে নিয়ে যা বলছে পিসিবি
- ‘গৃহকর্ত্রীও নির্যাতিতা হতে পারেন’ -পরীমনির সেই ইস্যুতে ফেসবুকে ন্যান্সি
- ১৭ হাজার শিশুর রক্তে রঞ্জিত গাজা, অনাথ ৩৯ হাজারের বেশি
- ফটিকছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে ২ জনকে গণধোলাই
- ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড
- টেকনাফে গোয়েন্দা পরিচয়ে প্রতারণাকালে একজন গ্রেফতার
- যুক্তরাজ্যের পার্লামেন্টে ফ্ল্যাট নিয়ে টিউলিপের মিথ্যাচার