রংপুর রাঙাল রংপুর রাইডার্স। সকাল থেকেই প্রিয় খেলোয়াড়দের অভিনন্দন জানাতে হাজার হাজার ক্রিকেটপ্রেমী আসেন রংপুর স্টেডিয়ামে। এমন আয়োজনে বসুন্ধরা গ্রুপকে পাশে পেয়ে খুশি রংপুরবাসী। তারা বসুন্ধরা গ্রুপের প্রশংসায় পঞ্চমুখ। গত বছরের ৬ ডিসেম্বর গায়নায় গ্লোবাল সুপার লিগের ট্রফি জিতেছিল রংপুর রাইডার্স। ওই টুর্নামেন্টে পাঁচ দেশের সেরা পাঁচ দল অংশ নিয়েছিল। ফাইনালে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে ট্রফি জিতেছিল নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। বিপিএলেও দুর্দান্ত ছন্দে আছে দলটি। জয় পেয়েছে আসরের ৮ ম্যাচেই। কানায় কানায় পূর্ণ রংপুর স্টেডিয়াম। নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, নাহিদ রানা, সাইফুদ্দিন, খুশদিল শাহদের দেখতে জেলা-উপজেলা থেকে আসতে থাকেন ভক্ত-সমর্থকরা। প্ল্যাকার্ড ও প্রিয় খেলোয়াড়দের নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত স্টেডিয়াম মাঠ। গ্লোবাল কাপ জয় এবং বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত অপ্রতিরোধ্য রাইডার্সদের প্রতি ভালোবাসা-সমর্থনে এতটুকুও কার্পণ্য করেনি রংপুর বিভাগবাসী। তবে আন্তর্জাতিক মানের হোম স্টেডিয়াম না থাকারও আক্ষেপ প্রকাশ করেন তারা।
গতকাল দুপুরে হেলিকপ্টারযোগে রংপুর স্টেডিয়ামে আসেন দলের অধিনায়ক নুরুল হাসান সোহান, কোচ আশরাফুল, অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, বোলার নাহিদ রানা, অলরাউন্ডার সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, টেইলর, খুশদিল শাহ, সাইফ হাসান এবং হেড কোচ মিকি আর্থার ও টুর্নামেন্ট ম্যানেজার থামিমসহ ম্যানেজমেন্ট। সেখান থেকে ছাদখোলা গাড়িতে দর্শকের ভিড় ঠেলে রংপুর পুলিশ লাইন্স, সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি গিয়ে শহরজুড়ে উল্লাসে অংশ নেন তারা। বিকাল সাড়ে ৪টার দিকে রংপুর স্টেডিয়ামে আসেন তারা। গ্যালারি থেকে সোহান-সৌম্য-খুশদিলরা জার্সি খুলে দর্শকদের উদ্দেশে ছুড়ে দেন। সাইফুদ্দিন তো উইকেট সেলিব্রেশন করে দেখান দর্শকদের। দর্শকরাও হাত নেড়ে জানান অভিবাদন। রংপুরবাসীর জন্য এটি এক ঐতিহাসিক দিনে পরিণত হয়। রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরিসহ রংপুরে বিপিএলের ম্যাচ অনুষ্ঠানের জন্য চেষ্টার কথা জানান রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম। দর্শক তুহিন বলেন, এবারের বিপিএলের আসরে রংপুর হচ্ছে সবচেয়ে গোছালো দল। যার কারণেই এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি রংপুর। সোহানের নেতৃত্বে রংপুর এবারও বিপিএল জিতবে এ প্রত্যাশাই আমাদের। ওমেনস ড্রিমার ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আরিফা জাহান বিথী বলেন, বিপিএলে একের পর এক চমক দেখাচ্ছে রংপুর রাইডার্স। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।