অতিরিক্ত কুয়াশার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি আন্তর্জাতিক রুটের দুটি ফ্লাইট। ফলে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান থেকে আসা ফ্লাইট দুটি কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এবং ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গতকাল দুপুরে কয়েক ঘণ্টা বিলম্বের পর ফ্লাইট দুটি চট্টগ্রামে অবতরণ করে।
অন্যদিকে ঘন কুয়াশার কারণে ঢাকার পরিবর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে আন্তর্জাতিক দুটি ফ্লাইট। গতকাল সকালে ফ্লাইট দুটি অবতরণ করে। প্রায় দুই ঘণ্টা পর কুয়াশা কেটে গেলে ফ্লাইট দুটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, অতিরিক্ত কুয়াশার কারণে আন্তর্জাতিক রুটের দুটি ফ্লাইট নির্ধারিত সময়ে বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। আরব আমিরাতের দুবাই থেকে আসা ইউএস বাংলার ফ্লাইট বিএস-৩৫০ সকাল সাড়ে ৬টায় অবতরণ করতে পারেনি। ফ্লাইটটি ডাইভার্ট হয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়। একই কারণে ওমানের রাজধানী মাস্কাট থেকে ছেড়ে আসা ইউএস বাংলার আরেকটা ফ্লাইট বিএস-৩২২ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দুটি ফ্লাইটই কয়েক ঘণ্টা বিলম্বে দুপুর ১টার দিকে শাহ আমানত বিমানবন্দরে আসে। আন্তর্জাতিক রুটের দুটি ফ্লাইট বিলম্বে অবতরণ করলেও স্বাভাবিক ছিল অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বিমানের শিডিউল। ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, কুয়াশার কারণে গতকাল সকাল ৭টা ৩০ মিনিটের দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা ইউএস-বাংলার বিএস-৩৩৪ নম্বর ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে ওসমানীতে অবতরণ করে। এ ছাড়া ৭টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চীন থেকে ছেড়ে আসা ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কুয়াশা কাটার পর সকাল সাড়ে ৯টার দিকে ফ্লাইট দুটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।