তীব্র দাবদাহে পুড়ছে ভারতের গুজরাট রাজ্য। এরই মধ্যে গতকাল দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি) রাজ্যটিতে রেড অ্যালার্ট জারি করেছে। পাশাপাশি দেশটির রাজধানী দিল্লিতে হলুদ সতর্কতা জারি করেছে। আবহাওয়া দপ্তর বলেছে, আগামী দুই দিন এসব রাজ্যে তাপমাত্রা বাড়তে পারে।
আইএমডির তথ্যমতে রবিবার গুজরাটের সৌরাষ্ট্র ও কুচ অঞ্চলের কান্ডলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ভারতের পাঁচটি রাজ্যের প্রায় ২১টি শহরে ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিল্লি ছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট ও ওড়িশাজুড়ে ২১টি শহরে তাপমাত্রা বাড়তে পারে। এজন্য আরও তাপপ্রবাহ পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে দপ্তরটি। এর মধ্যে বিহার এবং উত্তরপ্রদেশে প্রচ তাপ অনুভব হতে পারে। এদিকে রাজস্থানের বারমেরে তাপ নতুন রেকর্ড গড়েছে। -এএনআই ও অল ইন্ডিয়া রেডিও
রবিবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা এপ্রিলের প্রথম সপ্তাহে সর্বোচ্চ এবং স্বাভাবিক সময়ের থেকে ৬.৮ ডিগ্রি বেশি।