ইরানকে ইসরায়েলের দিমোনা পরমাণু কেন্দ্রের তথ্য সরবরাহ করার অভিযোগে ইসরায়েলের একজন ইঞ্জিনিয়ারকে আটক করেছে ইসরায়েল কর্তৃপক্ষ।
ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানায়, ইরানের গোয়েন্দাদের সাথে যোগাযোগ করার এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে প্রবেশের দাবিসহ স্পর্শকাতর তথ্য বিক্রির প্রস্তাব দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়।
অধিকৃত ভূখণ্ডের বির শেবা শহরের বাসিন্দা এবং হাইফা কেমিক্যালস সাউথের প্রকৌশলী ডোরন বোকোবজাকে ২ মার্চ এক বিদেশি এজেন্টের সাথে যোগাযোগ এবং ইরানে তথ্য পাচারের অভিযোগে অভিযুক্ত করা হয়।
তদন্তকারীরা দাবি করেছেন, বোকোবজা কয়েক মাস ধরে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইরানি গোয়েন্দাদের সাথে যোগাযোগ স্থাপন করেন।
গত বছরের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হওয়া পর্যন্ত তিনি তার ইরানি এজেন্টের জন্য বিভিন্ন কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে।
নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রে এই ইঞ্জিনিয়ারের প্রবেশাধিকার আছে বলে তিনি দাবি করেন। ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে আটক করেছে।
বিডি প্রতিদিন/নাজিম