মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান উড্ডয়নের ঠিক আগে এক চীনা দম্পতি হট্টগোল সৃষ্টি করলে তাদের নামিয়ে দেওয়া হয়। দেশটির পুলিশ সোমবার এ তথ্য জানিয়েছে।
অভিযোগ অনুসারে, এক নারী যাত্রীকে ‘বাতিকগ্রস্ত’ আচরণ করতে দেখা যায়, ফলে নিরাপত্তাকর্মীরা তাকে ও তার সঙ্গীকে বিমান থেকে নামিয়ে দেন। ফ্লাইটটি চীনের জিয়াংগামী ছিল।
মালয় মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, দম্পতি নিরাপত্তাকর্মীদের সহযোগিতা করতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
ঘুমের ওষুধ প্রয়োগ
কুয়ালালামপুরের পুলিশ প্রধান আজমান শারিয়াত জানিয়েছেন, যাত্রীটি অস্বাভাবিক আচরণ করছিলেন, যা অন্য যাত্রীদের বিরক্ত করছিল। এরপর নিরাপত্তাকর্মীরা তাকে ও তার সঙ্গীকে বিমান থেকে নামিয়ে আনেন।
দম্পতিকে নিয়ন্ত্রণ করতে না পারায় স্বাস্থ্য কর্মকর্তা তাদের ঘুমের ওষুধ প্রয়োগ করেন।
এরপর তাদের সুলতান ইদ্রিস শাহ হাসপাতালে মানসিক অবস্থা পরীক্ষা করতে ভর্তি করা হয়। শারিয়াত বলেন, "তাদের আচরণে সমস্যা সৃষ্টি হওয়ায় পুলিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাহায্য নেয়। প্রাথমিক পরীক্ষা শেষে তাদের ঘুমের ওষুধ প্রয়োগ করা হয় এবং সেরডাংয়ের সুলতান ইদ্রিস শাহ হাসপাতালে আরও পরীক্ষার জন্য স্থানান্তর করা হয়।"
শেষ খবর অনুযায়ী, মাদক পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় তাদের গ্রেপ্তার করা হয়নি।
সোর্স: এনডিটিভি
বিডি প্রতিদিন/আশিক