হিজবুল্লাহর প্রধান সাইয়্যেদ নাইম কাসেম গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, এই চুক্তি প্রতিরোধ গোষ্ঠীগুলোর স্থিরতার প্রমাণ।
নাইম কাসেম জানান, ২০২৪ সালের মে মাসে প্রস্তাবিত শর্ত থেকে চুক্তির কোনো পরিবর্তন হয়নি। এটি প্রমাণ করে, প্রতিরোধ গোষ্ঠীগুলো তাদের দাবি আদায় করতে সক্ষম হয়েছে। অপরদিকে, ইসরায়েল তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি।
হিজবুল্লাহ প্রধান আরও উল্লেখ করেন, লেবাননে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ গাজার বিজয়ে বড় ভূমিকা রেখেছে। তিনি বলেন, হিজবুল্লাহর লড়াই গাজার প্রতিরোধকে আরও শক্তিশালী করেছে এবং ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করেছে।
নাইম কাসেম সতর্ক করেছেন, ইসরায়েল যেন নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে হিজবুল্লাহর ধৈর্য পরীক্ষা করার চেষ্টা না করে। তিনি বলেন, প্রতিরোধ গোষ্ঠীগুলো তাদের অবস্থানে অটল এবং যেকোনো ধরনের আক্রমণের জবাব দিতে প্রস্তুত।
গাজার যুদ্ধবিরতি চুক্তি প্রতিরোধ গোষ্ঠীগুলোর অটল অবস্থানের জয় হিসেবে দেখা হচ্ছে। হিজবুল্লাহ প্রধানের মতে, এই লড়াই প্রতিরোধের শক্তি এবং ইসরায়েলের ব্যর্থতার একটি স্পষ্ট উদাহরণ।
বিডিপ্রতিদিন/কবিরুল