আছিয়াসহ সব হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবিতে শহীদ মিনারে গতকাল গণমিছিল কর্মসূচি দিয়েছিল ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বেশ কয়েকটি বাম সংগঠন। একই সঙ্গে গতকাল শহীদ মিনারের উদ্দেশে পদযাত্রা কর্মসূচি দিয়েছিল ইনকিলাব মঞ্চ। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই পক্ষই কর্মসূচি স্থগিত করে। এ ছাড়া কর্মসূচি ঘিরে গতকাল রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। গতকাল বেলা সাড়ে ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণমিছিলের উদ্দেশ্যে জড়ো হন বাম সংগঠনের নেতা-কর্মীরা। উ™ূ¢ত পরিস্থিতিতে গণমিছিল স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা। এ সময় তারা সাত দফা দাবি জানান। দাবিগুলো দেশে অব্যাহত ধর্ষণ, নিপীড়ন ও হত্যার বিচার; স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ; জুলাই-আগস্ট হত্যাকান্ডের বিচার; মন্দির-মসজিদ-মাজারে হামলাকারীদের বিচার ইত্যাদি। ছাত্র ইউনিয়ন সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, ‘আমরা কর্মসূচি ঘোষণা করার পর একটি উগ্রবাদী গোষ্ঠী আমাদের কর্মসূচি নস্যাৎ এবং ধর্ষণবিরোধী আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা চক্রান্ত করছে। আমরা এও লক্ষ করছি, আমাদের ধর্ষণবিরোধী গণ আন্দোলন পুঁজি করে আওয়ামী সন্ত্রাসীরাও পুনর্বাসনের স্বপ্ন দেখছে। আমরা উগ্রবাদী গোষ্ঠী ও আওয়ামী সন্ত্রাসীদের হুঁশিয়ারি করে বলতে চাই, ধর্ষণবিরোধী আন্দোলন ব্যবহার করে আপনাদের যে বাসনা; বাংলাদেশের ছাত্র-যুব সমাজ তা পূরণ হতে দেবে না। শহীদ মিনারে বাম সংগঠনগুলো তাদের গণমিছিল প্রত্যাহার করায় শহীদ মিনারের উদ্দেশে পদযাত্রা স্থগিত করে ইনকিলাব মঞ্চ। তারা শাহবাগ থেকে পদযাত্রা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট পর্যন্ত গিয়ে আবার শাহবাগে ফিরে আসে। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করেন। নতুন কর্মসূচি অনুযায়ী ২৫ এপ্রিল শাহবাগে ‘শহীদি সমাবেশ’ করা হবে। একই সঙ্গে দুই দফা দাবি জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী। তাদের দাবির মধ্যে রয়েছে জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচার ও গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। শরীফ উসমান হাদী আরও বলেন, ২৫ এপ্রিল শুক্রবার বিকালে আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচার দাবিতে আমরা শাহবাগে শহীদি সমাবেশ কর্মসূচি ঘোষণা করলাম। এদিন জুলাই শহীদদের বাবা-মায়েরা, শাপলার শহীদদের বাবা-মায়েরা, পিলখানায় শহীদদের সন্তানরা উপস্থিত থাকবেন। তবে এর আগে যদি লাকী আক্তার গং আবার কোথাও দাঁড়াতে চায় আমরা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তাদের রুখে দেব। তিনি আরও বলেন, শাহবাগে যারা ফ্যাসিবাদের উত্থান ঘটিয়েছে তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে হবে। এ দেশে আর কোনো শাহবাগ কায়েম করতে দেব না আমরা। কর্মসূচি ঘিরে গতকাল রাজধানীর পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। গতকাল সকাল থেকেই কার্যালয়ের আশপাশে সমবেত হন দলটির নেতা-কর্মীরা। তবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকালে কার্যালয়ের সামনে এসে কালো পতাকা উত্তোলন করেন সিপিবি সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
শিরোনাম
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু