ঢাকাসহ দেশব্যাপী শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও অন্যান্য অভিযানে ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫২১ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া ও পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে রবিবার রাত থেকে গতকাল পর্যন্ত ১ হাজার ৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৬টি শটগানের কার্তুজ, তিনটি ছুরি, তিনটি তলোয়ার, একটি কুড়াল, ১০টি ককটেল, ৮টি লাঠি, ৪টি রড এবং ৪টি রামদা জব্দ করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে এই অভিযান শুরু হয়েছে। এর আগে ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেন ছাত্র-জনতার অভ্যুত্থানে পলাতক স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়। রবিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর জানায়, ‘অপারেশন ডেভিল হান্ট’সহ পুলিশের বিভিন্ন অভিযানে ওই দিন দুপুর পর্যন্ত মোট ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে রাজধানীর উত্তরা থেকে সাবেক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হকের ঘনিষ্ঠ আওয়ামী লীগের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুক্তারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম তরুণ, মুক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুজ্জামান খান এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল গনি ভূঁইয়া। বিভিন্ন স্থান থেকে পাঠানো আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও খবর-
গাজীপুর : অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গতকাল গাজীপুরে ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ৭৯ জন ও গাজীপুর জেলায় সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপিসহ ২১ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে পুলিশ এসব তথ্য নিশ্চিত করে।
রাজশাহী : রাজশাহীতে চলমান অপারেশন ডেভিল হান্টসহ নিয়মিত অভিযানে মহানগরী ও জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৫৪ জনকে গ্রেপ্তার করেছে। যৌথ বাহিনীসহ মহানগর ও জেলা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
বাগেরহাট : বাগেরহাটে অপারেশন ডেভিল হান্টে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জেলা ও উপজেলা আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি পাইপগান ও ১৬টি দেশীয় অস্ত্র।
রংপুর : অপারেশন ডেভিল হান্টে রংপুর মহানগরীতে ৬ এবং বিভাগের আট জেলা থেকে ২৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রবিবার সকাল ছয়টা থেকে গতকাল সকাল ছয়টা পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে অপারেশন শুরুর পর থেকে দুই দিনে গ্রেপ্তার হলো মোট ৫০ জন।
চট্টগ্রাম : চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকা থেকে ২৪ ঘণ্টায় আরও ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বেলা ২টা থেকে গতকাল বেলা ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিলেট : সিলেটে রবিবার রাত থেকে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টঙ্গী : গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতভর পূর্ব ও পশ্চিম থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবাই আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
বরিশাল : অপারেশন ডেভিল হান্টের অভিযানে বরিশাল জেলা ও মহানগরী থেকে ১৫ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় তাদের আটক করা হয় বলে জেলা ও মহানগর পুলিশ জানিয়েছে।
যশোর : যশোরে অপারেশন ডেভিল হান্টে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী। রবিবার গভীর রাত থেকে গতকাল সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
খাগড়াছড়ি : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ডেভিল হান্ট অভিযানে যুব লীগের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে উপজেলার মেরুং রেংকাইজ্জা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল : টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্রলীগের শহর শাখার সহসভাপতি ইকবাল হায়াত (৩২) ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে অপারেশন ডেভিল হান্টে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী-সমর্থক। রবিবার রাতভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পিরোজপুর : পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু তালুকদারকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।
সুনামগঞ্জ : সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্টে জেলার বিভিন্ন উপজেলা থেকে ছয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিনগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
হবিগঞ্জ : অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে হবিগঞ্জে তিনজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে জেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
লালমনিরহাট : লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেনকে (৩৫) আটক করেছে হাতীবান্ধা থানা ও লালমনিরহাট সদর থানার পুলিশ।
রবিবার রাতে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাব্বির হোসেন, লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা এবং উপজেলার বড়খাতা এলাকার বাবুল মিয়ার ছেলে।
দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে সাবেক মন্ত্রীর ভাই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল : টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্রলীগের শহর শাখার সহসভাপতি ইকবাল হায়াতকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে পৌর শহরের বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে টাঙ্গাইল সদর থানার পুলিশ।
কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাইফুর রহমান সরকারি কলেজের প্রভাষক শংকর কুমার সেনসহ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান নান্নুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে উত্তর ইউনিয়নের কৌড়াতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।