চলতি বছরের জানুয়ারিতে দেশে রাজনৈতিক সহিংসতায় ১০ জন নিহত ও আহত হয়েছেন ৫৯৪ জন। ডিসেম্বরে এ ধরনের সহিংসতায় নয়জন নিহত ও আহত হয়েছিলেন ৩১২ জন। এর মধ্যে নিহতের পাঁচজন বিএনপির, তিনজন আওয়ামী লীগের, একজন জামায়াতের ও একজন অজ্ঞাত।
মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর জানুয়ারির মানবাধিকার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল গণমাধ্যমে এ প্রতিবেদন পাঠিয়েছে এমএসএফ। প্রতিষ্ঠানটি সংবাদপত্রের প্রতিবেদন এবং নিজেদের তথ্যানুসন্ধানের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে মোট ৫৮টি রাজনৈতিক সহিংসতা ঘটে। আর ডিসেম্বরে এমন ঘটনার সংখ্যা ছিল ৫৪। এমএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসে রাজনৈতিক সহিংসতায় মামলার সংখ্যা কমে গেলেও দুষ্কৃতকারীদের দ্বারা রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর হামলাসহ নিজেদের অন্তর্দ্বন্দ্ব অনেকাংশে বেড়েছে। এটি অত্যন্ত উদ্বেগজনক। বিএনপির দলীয় কর্মীদের অন্তর্দ্বন্দ্ব লক্ষণীয়ভাবে বেড়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেই চলেছে; যা জনমনে নিরাপত্তাহীনতা ও ভীতির সৃষ্টি করেছে।
সহিংসতার ৫৮ ঘটনার মধ্যে বিএনপির অন্তর্দ্বন্দ্বের ৪১টি, আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বের দুটি, বিএনপি-আওয়ামী লীগ ১২টি, বিএনপি-জামায়াত দুটি ও একটি সংঘর্ষ ঘটেছে আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে।