ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আমি কোনো ব্রিটিশ পুলিশ নই। আমি ব্রিটিশ পুলিশের কমিশনার নই। রাস্তার মধ্যে আমার লোককে আমি লাঠি দিয়ে পেটাতে চাই না। রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা আমাদের পেশাগত পরিবর্তন করেছি। আমি এবং আমাদের মহাপরিদর্শক আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন। আমরা বলছি আমরা কাউকে মারতে চাই না এবং আমরাও মরতে চাই না। সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যখন সমস্যা হচ্ছিল তখন আমি আমার সহকর্মীদের বলেছি যেন কোনো লাঠিচার্জ না করা হয়।
গতকাল অমর একুশে বইমেলা ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপির নেওয়া নিরাপত্তা পরিকল্পনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ফেব্রুয়ারিতে নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কোনো ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ছাত্রলীগের অনেক নেতাকে আমরা গ্রেপ্তার করেছি। তারা যদি কোনো প্রোগ্রাম করার পদক্ষেপ নেয় তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। তবে এখনো পর্যন্ত কোনো আশঙ্কা দেখি না।
ঢাকায় ট্রাফিক জ্যামে নিজের অভিজ্ঞতার বিষয়টি উল্লেখ করে সাজ্জাত আলী বলেন, ঢাকা মহানগরে ট্রাফিক অবস্থা খুবই নাজুক। মানুষ খুবই কষ্ট করছে। আমার নিজেরও কষ্ট লাগে। কারণ এ শহরের ট্রাফিক ব্যবস্থা তো আমিও দেখি। যখন দেখি মানুষ ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকে, ছোট একটা দাবি নিয়ে ২০ জন লোক রাস্তা আটকে দেয়, তখন খারাপ লাগে। আমি তাদের বলব আপনারা ছোট দাবি নিয়ে রাস্তা আটকায়েন না। আপনারা ফুটপাতে অবস্থান করুন। কিন্তু খুবই দুঃখজনক যে কোনো দাবি দাওয়ার মোক্ষমস্থল হয়ে গেছে রাস্তা অবরোধ। উত্তরা থেকে রওনা দিয়ে মতিঝিল যেতে ৭ ঘণ্টা লেগে যাচ্ছে, ভয়ংকর অবস্থা।
অনেকে আশঙ্কা করছেন বইমেলায় ‘মব’ হতে পারে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘না; এমন কিছু হবে না। ব্যবস্থা নিয়েছি, এমন কিছুই হবে না। শাহবাগে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের ওপর কেন লাঠিচার্জ করা হলো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখানে লাঠিচার্জ করিনি, শুধু জলকামান দেওয়া হয়েছে।