রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত কূটনৈতিক বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। বাংলাদেশে কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবে দলগুলোর পরিকল্পনা ও অবস্থান আরও ভালোভাবে বোঝার জন্য এসব বৈঠক করা হচ্ছে। গতকাল ঢাকার মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা এবং অবস্থান আরও ভালোভাবে বুঝতে দলীয় নেতা-নেত্রীদের সঙ্গে নিয়মিত বৈঠক আয়োজন করছেন, যা মিশনের চলমান কূটনৈতিক সম্পৃক্ততার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।