চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনে থাকা ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা এবার সরকারকে ১০ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে দাবি পূরণ না হলে শাহবাগ থানা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওসহ ঢাকায় অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গতকাল শাহবাগে পাবলিক লাইব্রেরির সামনের সড়কে শিক্ষকদের অবস্থান সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। আন্দোলন পরিচালনাকারী কমিটির সদস্য সামসুল হক আনসারী বলেন, ‘আমাদের দাবি এখন একটাই, জাতীয়করণ। রবিবার সরকারকে আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছিলাম। আজকে (গতকাল সোমবার) স্পষ্ট করে বলতে চাই আর মাত্র ১০ ঘণ্টা। এর মধ্যে দাবি না মানলে সারা দেশের সব ইবতেদায়ি মাদরাসা বন্ধ করে দিয়ে সবাই ঢাকায় আসতে বাধ্য হব। দাবি না মানা পর্যন্ত আমরা উঠব না।’ জাতীয়করণের দাবিতে রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। পরে সেখান থেকে পদযাত্রা নিয়ে স্মারকলিপি জমা দিতে তারা রওনা হন প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে। পদযাত্রাটি শাহবাগে পৌঁছালে লাঠিচার্জের পাশাপাশি কাঁদুনে গ্যাস ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তারপর থেকে তাঁরা পাবলিক লাইব্রেরির সামনের সড়কের একাংশে অবস্থান নিয়ে আছেন।
রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের উদ্বেগ : চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলা ও তাদের নির্যাতনের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গতকাল দলগুলোর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বিবৃতিতে বলেন, আদর্শ দেশ ও জাতি গড়ার কারিগর অধিকারবঞ্চিত ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি হামলা, নির্যাতনের ঘটনা অমানবিক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম যৌথ বিবৃতিতে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে তাদের পেশাগত মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের সঙ্গে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।