খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব কুমার সরকারকে (২৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাত ৯টার দিকে নগরীর গোবরচাকা তেঁতুলতলার মোড়ে এ ঘটনা ঘটে। অর্ণব কুমার সরকার খুলনা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, অর্ণব কুমার তেঁতুলতলা মোড়ে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির পাশে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেলে হেলান
দিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাকে কয়েকজন দুর্বৃত্ত ঘিরে ধরে এবং কাছ থেকে তার মাথায় গুলি করা হয়। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহত অর্ণব কুমার বানরগাতি ইসলাম কমিশনার মোড় এলাকার নিতেশ কুমার সরকারের ছেলে। তার পরিবারের দাবি- অর্ণব কোনো ধরনের রাজনীতি বা স্থানীয় কোন্দলে জড়িত নয়। তার সঙ্গে এ ধরনের ঘটনা ঘটতে পারে- এটা তারা বিশ্বাস করতে পারছেন না।
এদিকে হত্যাকাে র পর ‘গুলিতে ছাত্র সমন্বয়কের মৃত্যু হয়েছে’ এমন তথ্য প্রচার হয়। জাতীয় নাগরিক কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আহমেদ হামীম রাহাত জানান, অর্ণব কুমার সরাসরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন না।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ব্যবহৃত গুলির খোসা উদ্ধার হয়েছে। হত্যাকাে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।